মোয়াজ্জেম হোসেন চৌধুরী :: সারাদেশব্যাপী সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতভূিক্তসহ ৪ দফা দাবীতে স্ব স্ব কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত জেলাসদরে অবস্থিত মৌলভীবাজার সরকারি কলেজ ও মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৪ দফা দাবীসমূহ হলো- যোগদানের তারিখ হতে চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান করতে হবে। চাকুরীকালীন বকেয়া পরিশোধ করতে হবে। বয়সের কোন উর্ধ্বসীমা থাকবে না।
মানববন্ধন কর্মসূচি মৌলভীবাজার সরকারি কলেজের কম্পিউটার অপারেটর দেবাশীষ রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের অফিস সহকারী ফয়েজ আহমদ, মোঃ সামছুদ্দীন, সেমিনার সহকারী মোঃ আরিফুল ইসলাম, অফিস সহায়ক মমতাজ বেগম ও কালাচান সরকার। বক্তারা বলেন চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করা না হলে সারা দেশের সরকারি কলেজের বেসরকারী কর্মচারীরা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন।