বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে ক্রয়কৃত ৭টি প্রশিক্ষণ বিমান এখন দেশে

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে ক্রয়কৃত ৭টি প্রশিক্ষণ বিমান এখন দেশে

সুরমার ঢেউ ডেস্ক :: বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে ক্রয়কৃত ৭টি প্রশিক্ষণ বিমান দেশে আনা হয়েছে। বাংলাদেশের নিজস্ব বৈমানিকের সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে ১৫ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে বিমানগুলো অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রচেষ্টায় বর্তমান সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। এরই ধারাবাহিকতায়, চীনের তৈরি অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান ক্রয় করা হয়েছে। চীন সরকারের সঙ্গে ক্রয়চুক্তির আওতায় সিএটিআইসির মাধ্যমে বিমানগুলো ক্রয় করা হয়েছে। এই ৭টি বিমান চীনের দেহং মাংসি থেকে সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে নিয়ে আসা হয়। এই মিশনের নেতৃত্বে ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *