সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ২৩৫৯) এর সভাপতি পাবেল মিয়া ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের বিরুদ্ধে বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর উপ-পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন নাহিদুল ইসলামের ষড়যন্ত্রমূলক মিথ্যামামলা এবং সভাপতি পাবেল মিয়ার বিরুদ্ধে সদর উপজেলার কনকপুর গ্রামের জনৈক মোজাহিদ মিয়ার স্ত্রী রুলি বেগমের ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালণ করেছে উক্ত শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সদর উপজেলার সকল ইউনিট কমিটির নেতাকর্মীরা।
শহরের সিলেট-ঢাকা রোডের কুসুমবাগ এলাকায় ৭ অক্টোবর সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ২৩৫৯) এর অন্তর্ভুক্ত কুসুমবাগ ইউনিট কমিটির এলাইছ মিয়ার সভাপতিত্বে ও সন্তুুষ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার টানিং ইউনিট কমিটির সভাপতি জবরুল আহমদ, মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড ইউনিট কমিটির সভাপতি রাসেল আহমদ, আটঘড় গবিন্দপুর ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম, জেলা শমিক ইউনিয়নের বাবলু আহমদ, কামালপুর ইউনিট কমিটির দুরুদ মিয়া, গয়ঘড় ইউনিট কমিটির সাজু মিয়া, আমতৈল ইউনিট কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ, অফিস বাজার ইউনিট কমিটির সভাপতি গৌছ মিয়া প্রমুখ।