দোয়ারাবাজার উপজেলায় চিলাই নদী থেকে বালু ভর্তি ৫টি নৌকাসহ ১৫ জন আটক

দোয়ারাবাজার উপজেলায় চিলাই নদী থেকে বালু ভর্তি ৫টি নৌকাসহ ১৫ জন আটক

সুরমার ঢেউ সংবাদ :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুভর্তি ৫টি নৌকাসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। ৩ অক্টোবর শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের নির্দেশনায় এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সদর ইউনিয়নের সুন্দরপই গ্রামের পাশ থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মৃতঃ আব্দুল জব্বারের ছেলে শাকাল মিয়া (৫৫), আলাল মিয়ার ছেলে মো. সুহেল মিয়া (২৮), বাজিতপুর গ্রামের মৃতঃ জালু মিয়ার ছেলে ছইল মিয়া (৪০), মৃতঃ সুনাফর আলীর ছেলে ওয়াজ উল্লাহ (৪০), সুনুর মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), মৃতঃ নুর আলীর ছেলে খলিল মিয়া (২৪), আরমিছ আলীর ছেলে তারেক মিয়া (২৫), মৃতঃ রশিদ আলীর ছেলে বাবুল মিয়া (৪০), মৃতঃ মাহমুদ আলীর ছেলে হোসিয়ার আলী (৩৫), মৃতঃ গোলাম মোস্তফার ছেলে আতাউর রহমান (৩৫), সুন্দুফই গ্রামের আক্কল আলীর ছেলে ছালেক মিয়া (২৪), মৃতঃ আঞ্জব আলীর ছেলে আনফর আলী (২৯), সুরমা ইউনিয়নের গোজাইড়া গ্রামের আব্দুন নুরের ছেলে মঈন উদ্দিন (২৫), মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃতঃ ইল্লাছ আলীর ছেলে আব্দুল মন্নান (৬০) ও সাইদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (১৮)।
এছাড়া সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আলী ফরিদ মিয়ার স্টিল বডির নৌকা, শাফাল মিয়ার স্টিল বডির নৌকা, সুরমা ইউনিয়নের গোজাইড়া গ্রামের আব্দুন নুরের কাঠ বডির নৌকা, মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের আব্দুল মান্নানের কাঠ বডির নৌকা, সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের নুরুদ্দিনের স্টিল বডির নৌকা আটক করা হয়। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে বালু ভর্তি ৩টা স্টিল বডি ও ২টা কাঠ বডি নৌকা আটক করা হয়েছে। এসময় নৌকায় থাকা ১৫ জনকে আটক করা হয়। রোববার তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *