সুরমার ঢেউ সংবাদ :: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ড্রেজার দিয়ে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথকভাবে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করা হয়। পরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার পরিচালনাকারী ভোলা সদর উপজেলার আব্দুর রহিমের ছেলে সিরাজ মিয়া ও সিলেট সদর উপজেলার ফখর উদ্দিনের ছেলে জুয়েল মিয়াকে দেড় লাখ টাকা এবং ইঞ্জিন চালিত নৌকার পরিচালনাকারী বরিশাল জেলা সদরের বাকেরগঞ্জের মৃত রশিদ আলীর ছেলে মো. জালালকে আরও দেড় লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. গোলাম কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ জরিমানা আদায় করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার, সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।