সুরমার ঢেউ সংবাদ :: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সিলেট বিভাগের ৪ জেলার ১টি উপজেলা ও ২১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। সিলেটের সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৪ সেপ্টেম্বর সোমবার নির্বাচনী তফসিল চিঠিতে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল ও ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। আগামী ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ। সিলেট বিভাগের মধ্যে কেবল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হবে। এছাড়া উপ নির্বাচনে বিভাগের ২১টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান বা সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনী ইউনিয়নগুলোর মধ্যে- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন (১ নম্বর ওয়ার্ড সদস্য), বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য), বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড সদস্য), গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের (চেয়ারম্যান), জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য), ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের (চেয়ারম্যান), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড সদস্য), দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য)।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড সদস্য), জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড সদস্য), শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন (চেয়ারম্যান), মির্জাপুর ইউনিয়ন (চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য), কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড সদস্য), বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য), দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য)।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের (সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড সদস্য), শাহজাহানপুর ইউনিয়নে (চেয়ারম্যান), বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের (সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড সদস্য), পুকড়া ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য), লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন (৬ নম্বর ওয়ার্ড সদস্য) রয়েছে।
নির্বাচন কমিশন এদিন সবমিলিয়ে দেশের ১১টি উপজেলা ও ২৪৪টি ইউপির বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে।