সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেংে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এম এ রহিম (সিআইপি)। দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে ২১ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল সড়কস্থ নিজ বাসায় অনুষ্ঠিত বৈঠকে সমর্থক, দলের তৃণমূলের নেতাকর্মী, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জনপ্রতিনিধি (ভোটার) ও শুভাকাঙ্খিদের অনুরোধে এম এ রহিম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করবেন বলে ঘোষণা দেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি,সাবেক বিট্রিশ কাউন্সিলর, গেলো জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতাকারী এম.এ রহিম তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ন্যায্য অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমি গেল নির্বাচনে দুইজন সাবেক এমপির সাথে শক্তভাবে প্রতিদ্বন্ধীতা করেছি। অল্প ভোটের ব্যবধানে হেরেছি। ছাত্রজীবন থেকে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। রাজনীতির মাধ্যমে জনসেবার জন্য যুক্তরাজ্যের বিলাসবহুল জীবন ছেড়ে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে দেশে আছি। এখানে নিজ উদ্যোগ ও অর্থায়নে নানা সমাজ সেবামূলক কাজ করছি। আমি জেলাবাসীর ভালোবাসার মধ্যে রয়েছি। তাঁদের প্রতি আজীবন আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। আমি তাঁদের ভালোবাসার এই প্রতিদান জনসেবার মাধ্যমে দিতে চাই। তিনি উপস্থিত সকলের মাধ্যমে জেলাবাসীর কাছে দোয়া,আর্শিবাদ, সর্মথন ও সহযোগিতা চান। সর্বশেষ, স্বতন্ত্র প্রার্থী হিসাবে রিটার্নিং অফিসারের নিকট দাখিলকৃত তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।