নবীগঞ্জে উপজেলা সহকারী কমিশনারের অভিযানে কুর্শী গ্রামে জবরদখলকৃত সরকারী রাস্তা উদ্ধার

নবীগঞ্জে উপজেলা সহকারী কমিশনারের অভিযানে কুর্শী গ্রামে জবরদখলকৃত সরকারী রাস্তা উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনয়নের ষাটকাহন গ্রামে সরকারী রাস্তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়েছেন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার।
জানা যায়, ওই গ্রামের কামাল মিয়া দীর্ঘদিন ধরে সরকারী রাস্তা জবরদখল করে বাশ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করে রেখেছেন। এতে আশপাশের লোকজনের চলাচল বিঘিœত হবার কারণে একই গ্রামের আব্দুস সুবহান একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জবরদখল উচ্ছেদ করে সরকারী রাস্তা উদ্ধার করেন। এসময় তার সাথে সার্ভেয়ার অলি উল্লাহ, নবীগঞ্জ থানার এসআই মোঃ আবু সাঈদ, এসআই মোঃ রতন মিয়া ও গোপলার বাজার ভুমি অফিসের তহশিলদার বদরুল আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য মোঃ আল আমীন খান, সাবেক মেম্বার দিলবাহার আহমদ, আফিজ উদ্দিন, গোলেমান খান, মুজেফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *