শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটিটর গ্রুপ (পিএফজি) এর ফলোআপ মিটিং অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটিটর গ্রুপ (পিএফজি) এর ফলোআপ মিটিং অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটিটর গ্রুপ (পিএফজি) এর ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে গত সোমবার সকাল ১১টায়। পিএফজি শ্রীমঙ্গল কো-অডিনেট সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় শহরের গুহ রোডস্থ বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কার্যালয়ে (বিটিইএসএ) অনুষ্ঠিত এ ফলোআপ মিটিংয়ে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান নোমান। মিটিংয়ে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সমশের খান, উপজেলা জাসদ সভাপতি হাজী এলেমান কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মোচ্ছাদ্দেক মেলা, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পিএফজি এ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মোচ্ছাবির আলী মুন্না, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, পিএফজি এ্যাম্বেসেডর ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা, এ্যাম্বেসেডর ও আলোকিত বন্ধু ফোরাম সভাপতি কাজী আসমা আক্তার, পিএফজি সদস্য বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ আনহারুল ইসলাম, প্রবীন ইউপি সদস্য মোঃ ফিরোজ মিয়া, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের শ্রীমঙ্গল সভাপতি দিলীপ কুমার কৈরী, আলোকিত বন্ধু ফোরামের শ্রীমঙ্গল সদস্য সচিব ও পিএফজি সদস্য মোঃ সাইফুর রহমান, বিশিষ্ট সংস্কৃতিকর্মী বিকাশ দাস বাপ্পন, বিশিষ্ট নারী নেত্রী দিপা রানী নাথ, শিক্ষিকা লিপি বাউরী ও তরুণ সংগঠক গোলাম কিবরিয়া। মিটিংয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ আগামী ২ অক্টোম্বর আর্ন্তজাতিক অহিংস দিবস কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী জাঁকজঁমক ভাবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *