সুরমার ঢেউ সংবাদ :: কর্তৃপক্ষীয় উদাসীনতায় নদীগর্ভে বিলীন হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার খেয়াঘাটের যাত্রী ছাউনি। সরেজমিনে দেখা যায়, এ যাত্রী ছাউনিটির দুটি ভিত্তি স্তম্ভ এরইমধ্যে নদীগর্ভে চলে গেছে। মূল কাঠামো কোনোরকমে দাঁড়িয়ে আছে নদীর তীর ঘেঁষে- যা যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। কাজিরবাজার খেয়াঘাট সংলগ্ন এ যাত্রী ছাউনিটি স্থাপিত হয়১৯৯৪ সালে দিকে। জেলার সাথে উক্ত এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম এ যাত্রী ছাউনিটি নদীগর্ভে বিলীন হবার উপক্রম হয়েছে। খেয়াতরীর মাধ্যমে মনুনদী পারাপার হওয়া যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এ যাত্রী ছাউনিটি বিলীন হয়ে গেলে দুর্ভোগে পড়তে হবে খেয়াতরীর যাত্রীদের।