সুরমার ঢেউ প্রবাস :: সদ্য প্রয়াত রাজনীতিবিদ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মরণে বৃটেনের বার্মিংহামে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে ২ সেপ্টেম্বর।
বার্মিংহাম আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ আজির উদ্দিনের সভাপতিত্বে ও আজিজুর রহমানের একসময়ের ঘনিষ্ঠ সহচর, বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা কমরেড মসুদ আহমেদের সঞ্জালনায় বার্মিংহামের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ নাগরিক শোকসভায় সভায় প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামীলীগের সভাপতি ও দৈনিক মৌলভীবাজার ডটকমের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া। সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এবং ৪নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত বীরোত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শোকসভার কার্যক্রম শুরু হয়। প্রথমেই আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মিছবাউর রহমান মিছবা। সভায় ‘বরেণ্য রাজনীতিবিদ আজিজুর রহমান : জীবন ও কর্ম’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক সৈয়দ মাসুম।
বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই, মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থার সভাপতি ডক্টর এম জি মৌলা মিয়া সিআইপি, কামরুল হাসান চুনু, নিজাম উদ্দিন, রাজু আহমেদ পারভেজ, হবিগঞ্জ সোসাইটির সেক্রেটারী মোহাম্মদ মোন্তাকিম, রুহুল আমিন খান, তোফাজ্জল চৌধুরী, আব্দুস শহীদ, কয়ছর আহমেদ প্রমুখ। সভায় বক্তারা আজিজুর রহমানের সততা, জনসম্পৃক্ততা ও একনিষ্ঠতার পাশাপাশি এই বরেণ্য রাজনীতিবিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। শোকসভায় আলোচনা ও স্মৃতিচারণ শেষে দোয়া পরিচালনা করেন মৌলানা রশীদ আহমদ। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ভূরিভোজে আপ্যায়ণ করা হয়। বৈশ্বি মহামারীজনিত কারণে সীমিত পরিসরে আয়োজিত এ নাগরিক শোকসভায় মধ্যবিলেতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বলয়ের অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।