মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ৫ সেপ্টেম্বর শনিবার। এ উপলক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামস্থিত মরহুমের বাি তে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়। দূপুর ১২টায় মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্বা জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মরহুমের পুত্র মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ পরিবারের সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এছাড়া, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ জিকে গৌছ, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্বল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক এড. আব্দুল মতিন চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ। অলোচনা সভা শেষে সিলেট বন্দর জামে মসজিদের খতিব মাওঃ মুশতাক আহমদ মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এদিকে বাদ জোহর ও বাদ আসর জেলার বিভিন্ন উপজেলার মসজিদগুলোতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। মরহুম এম সাইফুর রহমান একবার বানিজ্য মন্ত্রী এবং একাধিকবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২টি বাজেট পেশ করেছেন। তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।
উল্লেখ্য- ২০০৯ সালের এই দিনে এম সাইফুর রহমান মৌলভীবাজার থেকে ঢাকায় যাবার পথে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *