সুইজারল্যান্ডে এমপি প্রার্থী প্রথম বাংলাদেশী আনোয়ার হোসেন

সুইজারল্যান্ডে এমপি প্রার্থী প্রথম বাংলাদেশী আনোয়ার হোসেন

সুরমার ঢেউ প্রবাসের সংবাদ :: সুইজারল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে প্রতিদ্ধন্ধিতা করছেন প্রথম বাংলাদেশী কুমিল্লার লাকসামের আনোয়ার হোসেন। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ব্যাসেল সিটি থেকে সিভিপি পার্টির মনোনীত প্রার্থী। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি লাকসাম উপজেলা শহর সংলগ্ন ফতেপুর গ্রামে। তিনি গুম হওয়া লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর পারভেজের ছোটভাই। তার বাবা আলহাজ্ব রঙ্গু মিয়া। চার ভাইয়ের মধ্যে আনোয়ার হোসেন ৩য়। তার ২য় বড়ভাই গোলাম ফারুক লাকসামের ব্যবসায়ী, ছোটভাই ইকবাল হোসেন আমেরিকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বড়ভাই গোলাম ফারুক জানান, আনোয়ার সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা। এমবিএ ডিগ্রিধারী প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক। তার শ্বশুর-শ্বাশুড়িও সুইজারল্যান্ডের রাজনৈতিক কর্মকা-ের সাথে জড়িত।
উল্লেখ্য, সুইজারল্যান্ডে প্রতি ৪ বছর অন্তর অন্তর পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ১১০ জন সংসদ সদস্যের মেজোরিটিতে সরকার গঠিত হয়। ৪টি রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকার পরিচালনার দায়িত্ব পালন করেন। শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় আধা-গণতান্ত্রিক। দেশের শাসক ৭ সদস্যের যুক্তরাষ্ট্রীয় পরিষদ। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো- প্রতিবছর ১ জানুয়ারী রাষ্ট্রপতি পরিবর্তন হয়। ৪ দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত মন্ত্রীপরিষদের ১ জন সদস্য ১ বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *