সুরমার ঢেউ সংবাদ :: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড অকটেন উৎপাদনে যাচ্ছে আগামী মার্চে। সরকারের রুপকল্প-২০২১ কার্যক্রম বাস্তবায়নে পেট্রোলকে অকটেনে রুপান্তরের জন্য রশিদপুরে দৈনিক ৩ হাজার ব্যারেল ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট স্থাপন করা হয়েছে। আগামী মার্চের মধ্যে ইউনিটটি পুরোমাত্রায় উৎপাদনে যাবে। এছাড়া সিলেট-৯নং কূপ খনন আগামী মাস হতে শুরু হচ্ছে।
এদিকে, গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য সাম্প্রতিক সময়ে এসজিএফএল গ্যাস-তেল অনুসন্ধান, কূপ খনন, বিদ্যমান কূপ ওয়ার্কওভার সংক্রান্ত ৭টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পসমূহ বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলে গ্যাস ও তেলের উৎপাদন বৃদ্ধি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসব প্রকল্পে স্থানীয় দক্ষ/অদক্ষ লোক নিয়োগ দেয়া হবে। সরকারের কর্মসংস্থানের রুপকল্প বাস্তবায়নে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে।