সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কঠোর হচ্ছে বর্ণবাদী অশালীন ও উস্কানিমূলক পোস্টের ব্যাপারে

সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কঠোর হচ্ছে বর্ণবাদী অশালীন ও উস্কানিমূলক পোস্টের ব্যাপারে

সুরমার ঢেউ সংবাদ :: জনপ্রিয় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কঠোর হচ্ছে বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক পোস্টের ব্যাপারে। আগামী ১ অক্টোবর থেকে বেশ কিছু কঠিন নিয়ম চালু হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের জন্য। ১ সেপ্টেম্বর মঙ্গলবার জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেবে তারা। এছাড়াও রাজনৈতিক পোস্টের বিষয়ে বিশেষ নজরদারি বাড়াতে যাচ্ছে ফেসবুক। ম্যাশেবল ও ফোর্বস এর খবরে বলা হয়, ফেসবুক চাইলে ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারে। কনটেন্টের কারণে আইনী জটিলতার ঝুঁকি থাকলে ফেসবুক সেই কনটেন্টের বিষয়ে এ পদক্ষেপ নিতে পারে। এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। সবার সঙ্গে সুস্থ বন্ধুত্ব, বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা ছাড়াও উদ্যোক্তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকে সব সুবিধা পেতে ব্যবহারের সময় সজাগ দৃষ্টি রাখতে হবে নিজের অ্যাকাউন্ট থেকে যেন বিদ্বেষমূলক কমেন্ট, ভুয়া তথ্য ও উস্কানিমূলক প্রচারণা না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *