মৌলভীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা

মৌলভীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ২ সেপ্টেম্বর বুধবার। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সার্বিক তত্ত্বাবধানে বিকাল সাড়ে ৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেয়া, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী ২৮টি পৃথক মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও তা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, মোহাম্মদ তানভীর হোসেন, আসমা উল হুসনা, মৌসুমী আক্তার, হুমায়রা সুলতানা, অর্ণব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ। জনসচেতনতা বৃদ্ধির জন্য এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *