সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ধিত সভায়মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ধিত সভায় শাহনেওয়াজ সাধারণ সম্পাদক ও বাপ্পী যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের পরিচালনায় শহরের চৌমোহনাস্থিত দিল্লী রেষ্টুরেন্টের হলরুমে সকাল ১১টায় অনুষ্ঠিত এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়েছে ১৫ জুলাই বুধবার। সভায় উপস্থিতিবৃন্দের সর্বসম্মতিক্রমে কয়েকটি পদে রদবদল করে সাধারণ সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদকের শুন্য পদ পূরণের মাধ্যমে সংগঠনটির কার্যকরী কমিটিকে সুসংগঠিত করা হয়। গুরুত্বপূর্ণ এ বর্ধিত সভায় দপ্তর সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হুময়ূন রহমান বাপ্পীকে যুগ্ন সাধারন সম্পাদক, সদস্য ইমরান আহমদ খানকে দপ্তর সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমুল বারী সোহেলকে সাংগঠনিক সম্পাদক ও সহ আইন বিষয়ক সম্পাদক এনামুল আলমকে আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া, উক্ত বর্ধিত সভায়, শুধুমাত্র প্রতিহিংসার কারণে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলুর বিরুদ্ধে স্থানীয় দৈনিক মৌমাছিকণ্ঠ অনলাইনসহ কয়েকটি অনলাইন নিউজপোর্টালে, বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে অভিযুক্ত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দলছুট সাবেক সভাপতি ‘মশাহিদ আহমদকে প্রাণনাশের হুমকি’ শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ বর্ধিত সভায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন প্রধান উপদেষ্টা শ. ই. সরকার জবলু, সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমান, সহ-সভাপতি আবুজার রহমান বাবলা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, সিনিয়র সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রহমান বাপ্পী, অর্থ সম্পাদক এম এ রোমান আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমুল বারী সোহেল, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল শুকুর, সহ-আইন বিষয়ক সম্পাদক এনামুল আলম, সদস্য শিরিন আক্তার, মোহাম্মদ আলী, শিরিন আক্তার, ইমরান আহমদ খান, অতিথি সাংবাদিক দেলোয়ার হোসেন তরফদার, এস এম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে অর্পণ করায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাসহ সাংগঠনিক সকল কাজে সবার সহযোগিতা কামনা করেন। সেইসাথে তিনি, শুধুমাত্র প্রতিহিংসার কারণে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলুর বিরুদ্ধে ‘মশাহিদ আহমদকে প্রাণনাশের হুমকি’ শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।