সুরমার ঢেউ সংবাদ :: ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’- এই শ্লোগানে দীর্ঘ ৪০ বছর ধরে দেশব্যাপী ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতি সংরক্ষণ ও চর্চা অব্যাহত রেখে দেশের নাট্যান্দোলনে কাজ করে যাওয়া সম্মেলক সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটার (সিলেট জেলা) ওসমানী অঞ্চলের সমন্বয়কারী মনোনীত হয়েছেন মৃত্তিকায় মহাকালের মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান। বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৩ জুলাই সোমবার রাতে সিলেট বিভাগের বাংলাদেশ গ্রাম থিয়েটারের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলানাট্যের সুবর্ণপুত্র বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সভায় সিলেট বিভাগে গ্রাম থিয়েটারের কার্যক্রম ও আগামীদিনের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে সভার সভাপতি নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এম এ জি ওসমানী অঞ্চলে (সিলেট জেলা) সমন্বয়কারী হিসেবে সৈয়দ সাইমূম আনজুম ইভান মনোনীত করেন। এদিকে গ্রাম থিয়েটার সিলেট বিভাগীয় সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয় সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তকে। এছাড়া অন্যান্য সমন্বয়কারী হিসেবে, হাছনরাজা অঞ্চলে (সুনামগঞ্জ জেলা) সামির পল্লব ও হেমাঙ্গ বিশ্বাস অঞ্চলে (হবিগঞ্জ জেলা) সুনীল বিশ্বাসকে মনোনীত করা হয়।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন ইউসুফ বলেন, নাট্যাচার্য্য সেলিম আল-দ্বীন গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতি সংরক্ষণ ও চর্চা অব্যাহত রেখে গ্রাম থিয়েটারের কার্যক্রমের মাধ্যমে বর্ণনাত্মক নাট্যরীতি ও অভিনয় রীতি আজ দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। প্রত্যেক অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে নাটক মঞ্চায়নের মাধ্যমে দেশব্যাপী তা আরও জোড়ালোভাবে ছড়িয়ে দিতে হবে। তিনি সিলেট অঞ্চলের নাট্যজন প্রয়াত বিদ্যুৎ কর স্মরণে সাংস্কৃতিক উৎসব আয়োজন করার উপর গুরুত্ম দেন। তিনি সিলেট বিভাগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে গ্রাম থিয়েটার আন্দোলনকে বেগবান করার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
ভার্চুয়াল সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলীর সদস্য কামাল বায়েজিদ, কাজী সাঈদ হোসেন দুলাল, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, হবিগঞ্জ জীবন সংকেত নাট্যদলের প্রধান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আগারওয়াল, কামার উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার চঞ্চল, দপ্তর সম্পাদক জুবায়ের শিবলী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খান, সিলেট বিভাগীয় সমন্বয়কারী আনোয়ার হোসেন দুলাল, আ ন ম সালেহ সোহেল, জালাল উদ্দিন রুমি, গোবিন্দ রায় সুমন, রজত কান্তি গুপ্ত, সুনীল বিশ্বাস, সৈয়দ সাইমূম আনজুম ইভান, ধ্রুব জ্যোতি দে, দেলোয়ার মামুন প্রমুখ। ভার্চুয়াল সভার শুরুতে মৃত্তিকায় মহাকালের মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান আবৃত্তি পরিবেশন করেন ও প্রতীক থিয়েটারের সদস্যরা সংগীত পরিবেশন করেন।
এদিকে মৃত্তিকায় মহাকালের মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান বাংলাদেশ গ্রাম থিয়েটার (সিলেট জেলা) ওসমানী অঞ্চলের সমন্বয়কারী মনোনীত হওয়ায় মৃত্তিকায় মহাকালের সর্বোচ্চ নীতিনির্ধারনী পর্ষদ সদস্য জয়ীতা চক্রবর্ত্তী, ডা. ফাহিমা ইয়াসমিন, শর্মিলা দাশ সিমি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক দেবজ্যোতি ঘোষ চৌধুরী অপূর্ব, অর্থ সম্পাদক প্রমিজ ঘোষ চৌধুরী আকাশ, অনুষ্ঠান সম্পাদক ফাহমিদা সুলতানা সুচি, নির্বাহী সদস্য আহাদ সানি, মোশাররফ হোসেন মৃদুল, ভজনা দাশ, দেবপ্রিয় ঘোষ চৌধুরী অর্ঘ্য, নবনিতা দে, আহিলান ঘোষ চৌধুরী পিয়াস, সাথী দাস, নাইমা বেগম, প্রিয়া চৌধুরী, হিমেল রায়, দেবপ্রিয়া বর্ষা, রিয়া চৌধুরী, রাহি বেগম, দৃষ্টি চৌধুরী প্রমুখ তাকে অভিনন্দন জানিয়েছেন।