সুরমার ঢেউ সংবাদ :: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দের্শিত স্বাস্থ্যবিধি অনুসরণে শৈথিল্য ও ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে ২০ জুলাই মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৌলভীবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান করা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অপরাধে ২৩টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১ হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মৌলভীবাজার জেলা প্রশাসনের একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনার এ ধারা অব্যাহত থাকবে।