বিয়ানীবাজারে নিখোঁজের ১ বছর পর ব্যবসায়ীর কংকাল উদ্ধার

বিয়ানীবাজারে নিখোঁজের ১ বছর পর ব্যবসায়ীর কংকাল উদ্ধার

সাপ্তাহিক সুরমার ঢেউ :: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় নিখোঁজের ১ বছর পর কামাল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীর কংকাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক আমির হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে ৭ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের খলাগ্রামের গাছতলা এলাকা থেকে কংকালটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়- নিখোঁজ ব্যবসায়ী কামাল হোসেনকে (৪০) খুনের পর লাশ গুম করতে ঘাতকরা একটি পুকুড়পাড়ে গর্ত করে তার লাশ পুঁতে রাখে বলে। তবে যে বাড়ির পুকুরপাড় থেকে কংকাল উদ্ধার করা হয় ওই বাড়িটি নিহত কামাল হোসেনের। এখানে তারা কেউ বসবাস করেননা। কামাল হোসেন চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামের মৃতঃ রকিব আলীর পুত্র।
জানা গেছে- ব্যবসায়ী কামাল হোসেন নিখোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু, কোন সন্ধান না পাওয়ায় তার ভাই থানায় নিয়মিত মামলা করেন। এ মামলার তদন্তে উঠে আসে ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় দোকান কর্মচারী আমির উদ্দিন জড়িত। ঘটনার পর থেকে আমির উদ্দিনও পলাতক ছিলেন। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে ৬ জুলাই সোমবার দোকানের কর্মচারী আমির উদ্দিনকে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়। তাকে ধরতে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যের ভিত্তিতে কংকাল উদ্ধার করা হয়।
চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, ব্যবসায়ী কামাল হোসেন চারখাই বাজারে মুদির দোকান ছিলো। তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নাম কামাল স্টোর। নিখোঁজের পর থেকে তার সন্ধান পেতে স্বজনরা অনেক চেষ্টা করে আসছিল। বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, আটক আমির পূর্ব থেকেই আমাদের সন্দেহের তালিকায় ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল হক তাকে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আটক করেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *