চুনারুঘাটে দুই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

চুনারুঘাটে দুই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

সাপ্তাহিক সুরমার ঢেউ :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জবরদখলকৃত দুই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড ঝুলিয়েছে প্রশাসন। জানা যায়, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা এলাকার মরা খোয়াই নদী দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নদী দখল করে মাছ চাষ করে আসছিল। এদিকে, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের নেতৃত্বে উপজেলার শানকলা ইউনিয়নের রঘুনন্দন পাহাড় ঘেঁষা পানছড়ি এলাকায় ৫ হাজার ৮৫০ একর খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের ইউএনও সত্যজিত রায় দাশ, এসিল্যান্ড মিল্টন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত প্রমুখ। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায দাশ ৭ জুলাই মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে চুনারুঘাট উপজেলায ১০০ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে। এরই অংশ হিসেবে অভিযান চলছে। খাস জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *