সুরমার ঢেউ সংবাদ : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের সহায়তায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনকে অক্সিজেন প্রদান করা হয়েছে ৬ জুলাই সোমবার দুপুরে। মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জিয়াউর রহমান এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের ছোটভাই ইমন আহমদ তরফদারের উপস্থিতিতে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর উপদেষ্টা মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি মনবীর রায় মঞ্জু, উপদেষ্টা পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, উপদেষ্টা সাংবাদিক, মৌলভীবাজার ২৪ ডটকম এর সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ ও জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদকে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজারের কৃতি-সন্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদারের উদ্যোগে এবং উনার পরিবার ও বন্ধু-বান্ধবের সহযোগিতায় করোনা আক্রান্ত বা জরুরী রোগীদের সেবায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় অক্সিজেন ব্যাংক স্থাপনের জন্য অক্সিজেন কন্সেন্ট্রেটর, পালস অক্সিমিটার ও ১৫টি পিপিই প্রদান করা হয়।