সুনামগঞ্জ শহরসহ বিভিন্ন সড়কে চলছে নৌকা

সুনামগঞ্জ শহরসহ বিভিন্ন সড়কে চলছে নৌকা

সুরমার ঢেউ সংবাদ : টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে শহরসহ বিভিন্ন উপজেলার সড়কগুলো ডুবে যাবার কারণে সুনামগঞ্জ শহরসহ বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশার পাশাপাশি চলাচল করছে নৌকা। গন্তব্যে পৌঁছতে অল্প ভাড়ায় এ নৌকাই যেন আশার আলো। ২০০৪ সালের ভয়াবহ বন্যার পর ২০২০ সালে সড়কে এমন নৌকা দেখছে হাওরবাসী। সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর, কাজির পয়েন্ট, উকিলপাড়া, বিহারি পয়েন্ট এলাকাগুলোতে সড়কে সিএনজি, অটোরিকশা ও রিকশার পাশাপাশি চলাচল করছে নৌকা। মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে ১০-১৫ টাকা ভাড়ার বিনিময়ে রাস্তায় নৌকা নিয়ে নেমেছেন মাঝিরা। এছাড়া সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে হঠাৎ সৃষ্ট বন্যার পানি দেখতে রাস্তায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেই বন্যার পানিতে সড়কে নৌকা চলাচলে আনন্দ উপভোগ করতে দেখা গেছে তাদের। আবার পানিবন্দি মানুষের বিভিন্ন দৈনন্দিন কার্যক্রমেও নৌকার ব্যবহার দেখা গেছে।
উল্লেখ্য, সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের কারণে শহরের নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। তবে, পরবর্তীতে তা কমতে শুরু করে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, পানি কমতে শুরু করেছে। যদি আবারও বৃষ্টিপাত হয় এবং ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ অব্যাহত তাকে তাহলে পানি আবারও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *