সুরমার ঢেউ সংবাদ : মৌলভীবাজার পৌর এলাকার ১, ২, ৩, ৪, ৫, ৭ ও ৮নং ওয়ার্ড লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে ২৩ জুন মঙ্গলবার। মৌলভীবাজার পৌরসভা পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লকডাউন কার্যকর করার বিষয়ে আগামী ২৭ জুন শনিবার জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেননপৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মক্কু।
এর আগে করোনা ভাইরাস সংক্রমণ হার বিবেচেনা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর এবং শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট সড়কের আধা কিলোমিটার এলাকাকে রেড জোন হিসাবে চিহিৃত করে ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হয়েছে।
এসব এলাকায় ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়াও লকডাউন এলাকায় কৃষিপণ্য বহনকারী ব্যতিত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওইসব এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তায় অতি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট উপজেলার ইউএনও।
উল্লেখ্য- মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৬৪ জন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সাড়ে ৮শ। সুস্থ্য হয়েছেন ৮৯ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন ও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।