সুরমার ঢেউ সংবাদ : মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নস্থিত বিন্নিগ্রামে নিজস্ব রাস্তার জন্য অন্যের ভূমি জবরদখল চেষ্টার অভিযোগ আব্দুল হাই এর বিরুদ্ধে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ভূমিমালিক।
অভিযোগ সূত্রে জানা গেছে- মৃত: রুশমত উল্যার পুত্র আব্দুল হাই বেশ কিছুদিন যাবৎ গ্রামের আব্দুর রশিদের পুত্র মৌলভীবাজার শহরে বসবাসরত আবুল কাশেমের পৈত্রিক ২৬ শতক ভূমির কিয়দংশ জবরদখল করে নিজস্ব রাস্তা তৈরির চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় নিজ লোকজনসহ আব্দুল হাই গত ১৪ জুন আবুল কাশেমের পৈত্রিক ২৬ শতক ভূমির কিয়দংশে পাকা রাস্তা তৈরির কাজ শুরু করেন।
খবর পেয়ে আবুল কাশেম ও তার ভাইসহ কয়েকজন দ্রুত ঘটনাস্থলে পৌছে বাধা দিলে ক্ষিপ্ত আব্দুল হাই ও তার লোকজন লোহার রড, দা ও লাঠিসোটা নিয়ে আবুল কাসেমের উপর হামলার চেষ্টা করেন এবং আবুল কাসেমের ভূমির উপর দিয়েই রাস্তা নির্মান করবেন বলে প্রকাশ্যে হুমকি দেন। হুমকী অনুযায়ী আব্দুল হাই ও তার লোকজনের অপতৎপড়তা অব্যাহত থাকায় আবুল কাশেম গত ২১ জুন মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ করেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করণেও এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল হাই এর বক্তব্য জানা সম্ভব হয়নি। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।