মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সুরমার ঢেউ সংবাদ : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নস্থিত একটি রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ১২ জুন শুক্রবার বিকেলে ইউনিয়নস্থিত পশ্চিম বটুলী গ্রামের বাসিন্দারা ওই রাস্তায় কাদার মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী থেকে মধ্য বটুলী হয়ে পশ্চিম বটুলী পর্যন্ত রাস্তাটি ফুলতলা-রাজকী রাস্তায় গিয়ে মিশেছে। এ রাস্তায় ২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৭/৮ হাজার মানুষ চলাচল করেন। কিন্তু, এ রাস্তায় কোন উন্নয়ন কাজ হয়নি। বর্ষা মৌসুুমে মানুষের দুুর্ভোগ চরমে পৌঁছে। কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারায় গর্ভবতী মহিলা, মুমূর্ষ রোগীসহ মালামাল আনা-নেয়া করতে ভোগান্তির শিকার হতে হয়। নির্বাচন আসলে অনেক প্রার্থী রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু, রাস্তাটির কোন কাজ করেননি। মহান মুক্তিদ্ধুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এ রাস্তা দিয়ে যাতায়াত করতেন। রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবী জানান এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলী, স্থানীয় মুরব্বী সফর উল্লাহ, রেজান মিয়া, ইউপি মেম্বার সিদ্দিকুর রহমান, রায়হান উদ্দিন রাজ, আতাবুর রহমান, এলাইছ মিয়া, জামাল হোসেন প্রমুখ। ইউপি মেম্বার সিদ্দিকুর রহমান বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য বছরখানেক আগে মন্ত্রী বরাবরে আবেদন করলেও কোন কাজ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *