কাতারে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত ১ হাজার ৫৮১

কাতারে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত ১ হাজার ৫৮১

কাতার প্রতিনিধি :: কাতারে করোনাভাইরাসে আরও ১ হাজার ৫৮১ জন নাগরিক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।  বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৪ হাজার ৬৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। যাদের মধ্যে থেকে করোনা সংক্রমণ পাওয়া গেছে ১ হাজার ৫৮১ জনের।

এদিকে আজকেও আরও ১ হাজার ৯২৬ জন করোনা সংক্রমিত চিকিৎসাধীন রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।  বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৮৬ জনের।  বর্তমানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬৩  হাজার ৭৪১ জন ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৯ হাজার ৪৬৮ জন।
চিকিৎসাধীন আছেন ২৪ হাজার ২২৮ জন এবং মৃত্যু বরণ করেছেন সর্বমোট ৪৫জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *