সুরমার ঢেউ সংবাদ : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থিত তুলাপুর গ্রামের আভ্যন্তরীন ইটসোলিং রাস্তা থেকে ইট তুলে বিক্রি করে দিয়েছেন লুৎফুর রহমান মেম্বার। বিষয়টি জানার পর গ্রামবাসী এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে- রাস্তা থেকে তোলা ইটগুলো মাটিভরাট কাজ শেষে ফের রাস্তায় বিছানো হবে বলে লুৎফুর মেম্বার ৩/৪মাস পূর্বে তুলাপুর গ্রামের আভ্যন্তরীন ইটসোলিং রাস্তা থেকে ইট তুলে মাটিভরাট কাজ সম্পন্ন করেন। কিন্তু, কথানুযায়ী রাস্তা থেকে তুলে নেয়া ইটগুলো ফের রাস্তায় বিছাননি। ফলে, চলতি গ্রীষ্ম মৌসুমে কয়েকদিনের বৃষ্টিতে গ্রামের একমাত্র রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে গ্রামবাসী, রাস্তা থেকে তুলে নেয়া ইটগুলো কথানুযায়ী রাস্তায় বিছিয়ে দিয়ে মানুষের দূর্ভোগ লাঘবের অনুরোধ জানান লুৎফুর মেম্বারকে। কিন্তু, দীর্ঘদিন অতিক্রান্ত হলেও রাস্তা থেকে তুলে নেয়া ইটগুলো কথানুযায়ী রাস্তায় বিছিয়ে না দেয়ায়, গ্রামবাসী খোঁজ নিয়ে জানতে পারেন লুৎফুর মেম্বার রাস্তা থেকে তুলে নেয়া সরকারী ইটগুলো বিভিন্নজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এ খবর জানতে পেরে গ্রামবাসী এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২৮ মে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত লুৎফুর মেম্বার জানান, বিভিন্ন বিষয় নিয়ে গ্রামবাসীর সাথে আমার ঝগড়া-বিবাদ চলছে। সে কারনেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তবে, রাস্তা থেকে তুলে নেয়া ইটের ব্যাপারে তিনি বলেন, পিআইও সাহেব নিজে এসে মাপজোক দিয়ে আমাকে বলেছেন কতটুকু ইট তুলতে পারব। সে হিসেবে আমি ভাঙ্গাচোড়া আনুমানিক ৪/৫শ ফুট রাস্তার ইট তুলেছি। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।