স্প্যানিশ ক্লাব ফুটবলের বড় দুটি দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্বাভাবিকভাবেই তাদের সমর্থন বেশি। এমনকি লা লিগার রেফারিরাও রিয়াল-বার্সা তর্কে দু’ভাগ হয়ে যায়। সাবেক আন্তর্জাতিক রেফারি এদুয়ার্দো গঞ্জালেসের দাবি, স্পেনের ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদকে সমর্থন করেন। বাকি ১০ শতাংশের সাপোর্ট পায় বার্সেলোনা।
গঞ্জালেস মনে করেন, পেপ গার্দিওলা ও লিওনেল মেসির কল্যাণে স্পেনে বার্সার ভক্ত সমর্থন অনেক বেড়েছে। গার্দিওলা দায়িত্ব নেয়ার পর বিপ্লব ঘটে কাতালান ক্লাবটির। শেষ দশকে লা লিগায় তারাই আধিপত্য দেখিয়েছে। ১০ মৌসুমের মধ্যে ৭ বারই জিতেছে বার্সা।
এতে তাদের ফ্যানবেজ বৃদ্ধি পেয়েছে। তবে রেফারি গঞ্জালেসের দাবি, এক্ষেত্রে রিয়ালের চেয়ে এখনো অনেক পিছিয়ে বার্সেলোনা। তিনি বলেন, ‘বার্সেলোনা এটা পছন্দ করুন কিংবা না করুক, কাতালুনিয়া ছাড়া স্পেনের ৭০ শতাংশ মানুষ রিয়ালকে সমর্থন করে। তবে এখন বার্সার সমর্থন বাড়ছে। কারণ উঠতি বয়সের ফুটবল ভক্তরা পেপ গার্দিওলার বার্সেলোনাকে শিরোপা জিততে দেখেছে। কিন্তু লিওনেল মেসি যুগের আগে স্পেনের কত শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদ সাপোর্ট করতো?’