বানিয়াচংয়ে শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল আর নেই

বানিয়াচংয়ে শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল আর নেই

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার প্রবীন শিক্ষানুরাগী, শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার আর নেই।  শুক্রবার ভোর ৬ টার দিকে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে নিজ বাসভবন বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

কলেজের প্রভাষক আসমা খাতুন জানান, তিনি দীর্ঘদিন যাবত শয্যাশায়ী ছিলেন। শুক্রবার ভোরে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকে কাতর কলেজের সকল শিক্ষকসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। দুপুর ২ টায় কলেজ চত্বরে তাঁকে দাহ করা হয়।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বানিয়াচংয়ের নাগুরায় প্রাকৃতিক ও মনোরম পরিবেশে ‘শচীন্দ্র কলেজ’ নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র লাল সরকার। প্রতিষ্ঠার পর থেকেই এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে এই কলেজটি। বর্তমানে কলেজটিতে ৩ টি বিষয়ে অনার্সসহ প্রায় ৩ হাজার ৫শ’ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *