চীনের উত্তরাঞ্চলে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। চিকিৎসকেরা বলছেন, নতুন রোগীদের ক্ষেত্রে করোনার পৃথক আচরণ লক্ষ করা যাচ্ছে। এর আগে উহানে এই ভাইরাস ছড়ানোর সময় যে ধরনের উপসর্গ দেখা দিয়েছিল, জিলিন ও হ্লেংজিনের উপসর্গ এর চেয়ে আলাদা। চিকিৎসকেরা ধারণা করছেন, অজানা কোনো উপায়ে ভাইরাসটি পরিবর্তিত হচ্ছে, যা এটিকে দূর করার প্রচেষ্টা আরও জটিল করে তুলছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে কিআইয়ু হাইবো নামের দেশটির এক বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, চীনের উত্তরাঞ্চলে যেসব রোগী পাওয়া যাচ্ছে, তাঁদের শরীরে ভাইরাস বেশি দিন অবস্থান করছে এবং পরীক্ষায় নেগেটিভ দেখাতে সময় বেশি লাগছে। সংক্রমণের পর উহানের পরিস্থিতির চেয়ে এখানে উপসর্গ প্রকাশ পেতেও এক থেকে দুই সপ্তাহ সময় বেশি লাগছে। তাই ভাইরাস ছড়ানোর আগে তা শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।