করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। আজ শুক্রবার (২২ মে) মানবকণ্ঠকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ছয়দিন আগে হালকা জ্বর এসেছিলো। পরশু টেস্ট করিয়েছিলাম। বৃহস্পতিবার রিপোর্ট হাতে পেয়েছি। করোনা রিপোর্টে আমার পজিটিভ এসেছে।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি সিলেটের বাসায় আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন। তিনি এখনও ভালো আছেন। প্রসঙ্গত, শফিউল আলম নাদেল স্কুলজীবনেই ছাত্রলীগের সাথে জড়িত হন। ১৯৮৬ সালে তিনি নিজের স্কুল সিলেট শহর স্কুল (বর্তমানে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়) ছাত্রলীগের সভাপতি হন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজ এবং এমসি কলেজে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতি করেন তিনি। পরে সিলেট জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হন নাদেল।